নিজস্ব সংবাদদাতা, ২৯ মে, ডানকুনি: পাম্পে তেল ভরার জন্য গাড়ির লাইনে যানজট,দিল্লী রোডে আটকে পরে অ্যাম্বুলেন্স,পুলিশ গাড়ি সরাতে বললে মারমুখি হয়ে ওঠে লরি চালকরা, পুলিশকে ধাক্কাধাক্কি হেনস্থা করার অভিযোগ।শনিবার রাতে এই ঘটনায় নয়জনকে গ্রেফতার করে ডানকুনি থানার পুলিশ।ধৃতদের আজ শ্রীরামপুর আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।
পুলিশ সূত্রে জানা গেছে,ডানকুনি দিল্লী রোডের পাশে একটি পেট্রোল পাম্পে তেল ভরার লাইন পরে।বেশ কিছু লরি দাঁড়িয়ে পরায় দিল্লী রোডে যানজটের সৃষ্টি হয়।দুটি অ্যাম্বুলেন্স আটকে পরে।খবর পেয়ে ডানকুনি থানার পুলিশ কর্মিরা পাম্পে হাজির হন।রাস্তা থেকে গাড়ি সরাতে বলেন।এই নিয়ে লরি চালকদের সঙ্গে বচসা থেকে ধাক্কাধাক্কি শুরু হয়।অভিযোগ মারমুখি হয়ে ওঠে লরি চালকরা।ঝামেলায় জরায় পাম্পের কর্মিরাও।পরে ডানকুনি থানার আরো পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।পুলিশের কাজে বাধা ও হেনস্থা করার অভিযোগ নয় জনকে গ্রেফতার করে।রবিবার সন্ধা থেকে পেট্রোল পাম্পটি নোটিশ দিয়ে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।