নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ দু বছর পর মাস্ক বিহীন ঈদ পালিত হল হুগলিতে। সকাল থেকেই মসজিদে মসজিদে নামাজ ও শুভেচ্ছা বিনিময়। ডানকুনিতে ঈদের নামাজের পর চন্দননগর পুলিশের ডানকুনি থানার পক্ষ থেকে মসজিদের ইমাম সহ বিশিষ্ট মানুষদের ফুল-মিষ্টি ও শুভেচ্ছা কার্ড দিয়ে সম্মান জানানো হয়।
সম্মান তুলে দেওয়া হয় ডানকুনির সবুজ সৈনিক সেখ মাবুদ আলি ও চিকিৎসক ডাঃ আবু আফসার উদ্দিনকেও। ACP 3 মুহাম্মদ আলী রাজা ও ডানকুনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস সিংহ ফুলের তোরা ও মিষ্টি দিয়ে সম্বর্ধনা দেন মাবুদকে।
সম্মান পেয়ে আপ্লুত মাবুদ আলি জানান চন্দননগর পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আগামী প্রজন্মকে দূষণমুক্ত পৃথিবী উপহার দিতে আমাদের প্রয়াস, আমাদের চিন্তাধারা সারা বাংলায় পৌঁছাতে ঈদের দিন আমরা প্রত্যেক মানুষের কাছে একটি করে গাছ লাগানোর আবেদন করেছি।
আগামীতে আরও অনেক অভিনব উদ্যোগে নিয়ে আমরা কাজ করব এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জ্ঞাপন করেন সবুজ সৈনিক। আগামী দিনে বাংলার সম্প্রীতি গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ুক এই আশা করি সকলকে ঈদ মোবারক।