সেখ জাবিহুল্লাহ , ৩০ মে, ডানকুনি: রাজ্যে মাদ্রাসা বোর্ডের ফাজিল পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেছে ডানকুনির সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্রী লামিসা খাতুন। মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা পত্র সহ ফুল-মিষ্টি দিয়ে লামিসা খাতুনকে সম্বর্ধনা জানালেন পুরসভার পুর-প্রধান হাসিনা শবনম, কার্য নির্বাহী আধিকারিক অভ্রজ্যোতি পাল সহ এলাকার কাউন্সিলর কুসুম লস্কর।
এই লামিসা খাতুন 2 বছর আগে আলিম বিভাগ (অর্থাৎ মাধ্যমিক সমতুল্য) পরীক্ষায় রাজ্যের মধ্যে ষষ্ঠ নম্বর অধিকার করেছিল এবং মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল। ফাজিল বর্ষের পরীক্ষায় (অর্থাৎ উচ্চমাধ্যমিক সমতুল্য) রাজ্যের মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে এবংঅধিকার করেছে এবং মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। লামিসা খাতুনের বাবা জানান যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার এবং তাকে মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা, টিউশন মাস্টার লামিসার বাবাও অনেক সহযোগিতা করেছিল।
লকডাউন এর সময় মাদ্রাসা বন্ধ থাকার কারণে বেশি দিন মাদ্রাসায় পড়াশোনা করতে পারেনি, তাই বাড়ি থেকেই প্রস্তুতি নিতে হয়েছিল ফাজিল বর্ষের পরীক্ষার। লামিসা খাতুন ইচ্ছা প্রকাশ করে যে সে ভবিষ্যতে শিক্ষিকা হতে চান । তার এই সাফল্যে এলাকার মানুষ খুবই আনন্দিত এবং বহু মানুষ এই খবর পাওয়া মাত্রই তার বাড়ি এসে লামিসা খাতুনকে শুভেচ্ছা জানাচ্ছে। তার সাফল্যে যেমন এলাকার মানুষ খুশি তেমনই খুশি তার পরিবার এবং শিক্ষক-শিক্ষিকারা।