নিজস্ব সংবাদদাতা: শুভজ্যোতির মুণ্ডহীন দেহটি টানা তিন সপ্তাহ শ্রীরামপুরের মর্গে থাকার পরে দিন তিনেক আগে পুলিশ শনাক্ত করাতে সক্ষম হয়।
![]() |
শুভজ্যোতি বসু। |
জোরদার তল্লাশির পরেও উত্তর ২৪ পরগনার পানিহাটির নিহত যুবক শুভজ্যোতি বসুর মুণ্ড এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। ঘটনায় ধৃত মূল অভিযুক্ত, নিহতের বন্ধু সুবীর অধিকারীকে মঙ্গলবার রাতে উত্তরপাড়ার ধাড়সার গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করানোর পরে তদন্তকারী পুলিশ অফিসারদের দাবি, মুণ্ডটি সে গঙ্গায় ফেলে দেয় বলে দাবি করেছে।
তদন্তকারী পুলিশ অফিসারেরা জানান, চলতি মাসের ১ তারিখ রাতে সুবীররা কখন ওই ঘাটে আসে, তারপর মদ খেয়ে কী ভাবে চপার দিয়ে শুভজ্যোতির ধড়-মুণ্ড সে আলাদা করে দেয়, সেই রাতে কী ঘটেছিল— পুরোটাই হুবহু সুবীর অভিনয় করে দেখায়। খুনের পরে গঙ্গায় শুভজ্যোতির মুণ্ড এবং খুনে ব্যবহৃত অস্ত্র সে ফেলে দেয় বলে জানিয়েছে। সবশেষে গঙ্গায় নেমে সে স্নান করে বলেও পুলিশকে জানায় সুবীর। এ দিন সুবীরের ভাবলেশহীন ভঙ্গি দেখে তদন্তকারী পুলিশ অফিসারেরা তাজ্জব বনে যান।