চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ডানকুনি থানা ব্যবস্থাপনায় গুমোডাঙা জুনিয়ার হাই স্কুল প্রাঙ্গণে উদ্বোধন করা হলো স্পোর্টস কোচিং সেন্টার।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেট এর সম্মানীয় কমিশনার অর্ণব ঘোষ আইপিএস মহাশয় সহ চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিক বৃন্দ এবং ডানকুনি থানার আইসি তাপস সিংহ মহাশয় ও অন্যান্য আধিকারিক বৃন্দ।
ডানকুনির গুমোডাঙা হাই স্কুল প্রাঙ্গণে স্পোর্টস কোচিং সেন্টারের উদ্বোধন করছেন আইপিএস অর্ণব ঘোষ, কমিশনার চন্দননগর পুলিশ কমিশনারেট।