নিজস্ব সংবাদদাতা: এক বৃদ্ধকে সপরিবারে খুনের হুমকি দিয়েছেন বলে ডানকুনি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কল্লোল বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ।
পুলিশের দ্বারস্থ হয়েছেন কালাচাঁদ সেনগুপ্ত নামে ওই । কিন্তু পুলিশ ওই কাউন্সিলরের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ । তাঁর প্রশ্ন , “ পুলিশ কেন ওই কাউন্সিলরের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিল না ? ” এক পড়শির সঙ্গে জমি নিয়ে বিবাদ রয়েছে সেনগুপ্ত পরিবারের বিষয়টি আদালতে গড়ায় কালাচাঁদবাবুর দাবি আদালত তাঁর পক্ষে দেওয়ায় তিনি তাঁর সীমানা কাঁটাতার দিয়ে ঘিরে নেন । এর পরেই স্থানীয় কাউন্সিলর কল্লোল বাড়ি বয়ে এসে তাঁকে এবং তাঁর স্ত্রী - মেয়েকে খুনের হুমকি দেন বলে বৃদ্ধের অভিযোগ ।
চন্দননগর কমিশনারেট সূত্রের খবর , ডানকুনি থানার পুলিশ ইতিমধ্যেই ওই বৃদ্ধের সঙ্গে কথা বলেছে । তবে , অভিযুক্ত কাউন্সিলরের সঙ্গে পুলিশ এখনও কথা বলেনি যদিও তৃণমূল নেতৃত্ব দলীয় ওই কাউন্সিলরকে সতর্ক করেছেন কমিশনারেটের এক কর্তা সোমবার বলেন , “ আমরা ওই ঘটনা যথাযথ ভাবে অনুসন্ধান করেই প্রয়োজনীয় ব্যবস্থা নেব । ” কল্লোল যথারীতি অভিযোগ মানেননি । তাঁর বক্তব্য , “ আমরা জনপ্রতিনিধি । আমার কাছে ওই বৃদ্ধের পড়শি অভিযোগ করেছিলেন বলেই সেখানে গিয়েছিলাম ।
পুলিশ আমার সঙ্গে এ নিয়ে কোনও কথা বলেনি । ” কালাচাঁদের পড়শির অভিযোগ কালাচাঁদ আদালতের কোনও নির্দেশ দেখাননি । এ বিষয়ে কালাচাঁদ বলেন , “ পুলিশ আমার থেকে জমি সংক্রান্ত কাগজপত্র চেয়েছে । আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েও দিয়েছি আমার পরিবারকে কাউন্সিলর হুমকি দিলেন । পুলিশ এরপরও কোনও ব্যবস্থা না নেওয়ায় আমরা আতঙ্কে আছি । ”