নিজস্ব সংবাদদাতা, হুগলি: দেশ জুড়ে বিজেপি নেত্রী নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার হুগলির ডানকুনিতে অশান্তি পাকাতে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করল ডানকুনি থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, ডানকুনি পুরসভার ৩নং ওয়ার্ডের পন্ঞ্চাননতলার ঐ ব্যক্তি একজন বিজেপি কর্মী।
সম্প্রতি তিনি নুপুর শর্মাকে সমর্থন জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন। যা নিয়ে আপত্তি তোলে এলাকাবাসী। কয়েকদিনের মধ্যেই সেই পোস্ট ভাইরাল হয় ডানকুনিতে। এলাকায় অশান্তি পাকাতে ফেসবুক পোস্টের অভিযোগ তুলে
ডানকুনি থানা অভিযোগ জানায় এলাকার মানুষ।
আজ সন্ধ্যায় ওই ব্যক্তিকে আটক করে ডানকুনি থানার পুলিশ
কড়া শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখায় শতাধিক মানুষ। করা ব্যবস্থা নেয়া হবে পুলিশের আশ্বাসে বিক্ষোভ ওঠে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পঞ্চাননতলা এলাকায় বিশাল পুলিশ মোতায়েন রয়েছে।
ওই ফেসবুক পোস্টের পেছনে অন্য কোন কারণ আছে কিনা, বা অন্য কোনো ব্যক্তির প্ররোচনা আছে কিনা, সমস্ত বিষয় খতিয়ে দেখছে ডানকুনি থানার পুলিশ।