পুলিশের বিরুদ্ধে পুলিশে নালিশ আলিয়া পড়ুয়াদের !
নিজস্ব সংবাদদাতা ,হুগলি, ডানকুনি: আলিয়ার পড়ুয়াদের অভিযোগ , একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত খবরে বলতে শোনা যায় আমতা থানার নবনিযুক্ত ওসি কিঙ্কর মণ্ডল আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র তথা সমগ্র ছাত্র সমাজকে নিয়ে কুরুচিকর মন্তব্য করতে । অভিযোগ , তিনি বলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পাতাখোর , জঙ্গি আন্দোলন করেন ইত্যাদি । আর তারই বিরুদ্ধে আলিয়া বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্র ছাত্রীরা বেনিয়াপুকুর, তালতলা ও ডানকুনি থানায় এফআইআর করেন ।

অলিয়ার ছাত্রছাত্ররা বলেন , আলিয়া বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে আমতা থানার ওসি কিঙ্কর মণ্ডলের " পাতাখোর " মন্তব্যকে তীব্র ধিক্কার জানাচ্ছি এবং এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অবিলম্বে রাজ্য সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে আবেদন জানান । তারা আরো বলেন , আমরা স্মরণ করাতে চাই যে , আনিস খান আলিয়া বিশ্ববিদ্যালয় পরিবারের একটি অংশ , আনিস খান হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বারবার রাস্তায় নেমেছে আগামীতেও ন্যায়বিচার চেয়ে রাস্তায় থাকবে আলিয়া বিশ্ববিদ্যালয় আলিয়া বিশ্ববিদ্যালয়ে সাধারণ পড়ুয়ারা এই লড়াই বলে আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আমতা থানার ওসি কর্তব্যরত অবস্থায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ‘ পাতাখোর’বলে অবিহিত করেছেন । ইতিমধ্যে যা সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে ।

এই মন্তব্য আলিয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান , প্রাক্তন ছাত্রছাত্রী শুভাকাঙ্ক্ষীদের ভাবাবেগে আঘাত করেছে । আলিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে তার ২৫০ বছরের ঐতিহ্য , আলিয়া মাদ্রাসার নাম । একটি সুপ্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে আমতা থানার ওসির এমন মন্তব্যকে আমরা তীব্র নিন্দা ও ধিক্কার জানায় । একই সঙ্গে আমরা মনে করি কর্তব্যরত পুলিশকর্মীর এমন মন্তব্যের ঘটনার নৈতিক দায় নিয়ে রাজ্য প্রশাসন এড়িয়ে যেতে পারে না । তাই আমরা দৃঢ়ভাবে এই দাবী রাখছি যে অনতিবিলম্বে ঐ কর্তব্যরত পুলিশকর্মীকে শোকজ করে , নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উপযুক্ত শাস্তি নিতে হবে ।

অন্যথায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শুভবুদ্ধিসম্পন্ন সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন । অপর দিকে স্টুডেন্ট ফন্ট এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ মন্ত্রীর কাছে আবেদন করেন আমতা থানার ওসিকে সাসপেন্ড করতে হবে এবং কুরুচিকর মন্তব্যের জন্য কৈফিয়ত দিতে হবে ছাত্রছাত্রীদের কাছে । এ ব্যপারে আমতা থানার ওসি কিঙ্কর বাবু কে ফোন করা হলে তিনি ফোন না ধরায় তার মন্তব্য পাওয়া যায়নি ।