Furfura Sharif: নুপুর শর্মার বিরুদ্ধে ফুরফুরা দরবার শরীফে বিশাল বিক্ষোভ সমাবেশ

 সেখ জাবিহুল্লাহ, ১৭ জুন, হুগলি: মুসলিমদের তীর্থভূমি ফুরফুরা শরীফে শুক্রবার নামাজের পর নুপুর শর্মার বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্বন্ধে কটূক্তির বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

উক্ত সভায় ফুরফুরা শরীফের সম্মানীয় পীরজাদাগণ উপস্থিত ছিলেন । উপস্থিত ছিলেন, পীরজাদা সাফারি সিদ্দিকী, পীরজাদা নাজিমুদ্দিন হুসাইনি, পীরজাদা আম্মারুদ্দিন সিদ্দিকী , পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী সহ আরো অনেকে। 

বিক্ষোভ সমাবেশে হাজার হাজার মানুষের সমাগম হয়। নিরাপত্তার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পীরজাদাদের বক্তব্য " যদি নুপুর শর্মাকে গ্রেফতার করা না হয় তাহলে আগামীতে আমরা কাফন পরে আন্দোলন করবো ইনশাআল্লাহ" আরো বলেন " মুসলিমদের উপর যেভাবে বুলডোজার দিয়ে অত্যাচার করা হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি"। 

অনুষ্ঠান চলাকালীন সময় প্রাকৃতিক কারণে বৃষ্টি শুরু হয় ,কিন্তু তাও অনুষ্ঠান স্থগিত হয়নি। বৃষ্টিতে ভিজেই বক্তব্য দিতে থাকেন পীরজাদাগণ । দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন