Howrah: হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে নুপুর শর্মার কটূক্তির প্রতিবাদে রণক্ষেত্র ধুলাগড় , পুলিশের আচরণে ক্ষুব্ধ হয়ে ইটবৃষ্টি

 ধূলাগড় : দিল্লির বিজেপি নেত্রীর পয়গম্বর সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্যের বিরোধিতায় আজও হাওড়ার বিভিন্ন জায়গায় প্রতিবাদ ঘিরে উত্তেজনা। পথ অবরোধ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার ধূলাগড়। অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। হাওড়ার সলপে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। 

পয়গম্বর বিতর্ক, অব্যাহত ভোগান্তি-

অন্যদিকে, হাওড়ার উলুবেড়িয়া, পাঁচলাতেও ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। তীব্র গরমের মধ্যে অবরোধে আটকে পড়ে চরম ভোগান্তির শিকার হতে হল বহু মানুষকে।

পয়গম্বর-বিতর্কের জেরে আগের দিনই হাওড়ার (Howrah) ডোমজুড় (Domjur)-সহ বিভিন্ন জায়গায় অবরোধের জেরে ঘণ্টার পর ঘণ্টা অবরুদ্ধ হয়ে থাকে ৬ নম্বর জাতীয় সড়ক। ১১ ঘণ্টার অবরোধে চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। 


বিষয়টি নিয়ে বিকেলেই নবান্ন থেকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। স্থানীয় পুলিশ, প্রশাসন, ক্লাব এবং ইমামদের পরিস্থিতি স্বাভাবিক করতে এগিয়ে আসার নির্দেশ দেন। তার পরেও দীর্ঘক্ষণ কাটেনি অচলাবস্থা (Howrah News)। 

পয়গম্বর বিতর্কে জাতীয় সড়ক অবরোধ-

প্রায় দু’সপ্তাহ কয়েক আগে পয়গম্বর মহম্মদ (Row over Prophet Muhammad Remarks) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন দিল্লির প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মা (Nupur Sharma)। তারই প্রতিবাদে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে, হাওড়ার নিবড়ায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পথ অবরোধ শুরু করা হয়। সেইসঙ্গে টায়ার জ্বালিয়ে অবরোধ-বিক্ষোভ চলে। 


মাথার আগুন ঝরানো রোদ। তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আদ্রতা প্রায় ৮৮ শতাশ। বৃহস্পতিবার সকালে সেই আবহেই অবরোধের মুখে পড়েন যাত্রীরা। কয়েক কিলোমিটার লম্বা যানজটে নাজেহাল অবস্থা হয় হাজার হাজার মানুষের। তাঁদের মধ্যে কেউ আসছিলেন কলকাতায় ডাক্তার দেখাতে, কেউ আবার ব্যবসা এবং অফিসের কাজে বেরিয়েছিলেন। কিন্তু হাওড়ায় ৬ নম্বর জাতীয় সড়কে অবরোধের জেরে তাঁরা আটকে পড়ে।

DNN MARKET BUY NOW 

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন