নিজস্ব সংবাদদাতা: বলিউডি কায়দায় অপহরন , রুপোলি পর্দার ধাঁচেই রাউডি পুলিশের জালে অপহরনকারী , উদ্ধার অপহৃত ৷ সোমবার শ্রীরামপুর আদালতে তোলা হলে অপরহনকারীকে আদালতে তোলা হলে মহামান্য আদালত ধৃতকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ৷ ধৃতের নাম রাহুল সামন্ত বাড়ি খানাকুলে ৷ অপহৃত যুবকের নাম সেখ বাবাই । বাড়ি নীচ ডানকুনি এলাকায় ।