Local Train: শিয়ালদা শাখার রেলযাত্রীদের জন্য দারুণ সুখবর। শিয়ালদার লোকাল ট্রেনেও এবার থাকতে পারে AC কোচ। পরীক্ষামূলক ভাবে AC কোচ সহ লোকাল ট্রেন চালানোর জন্য রেলবোর্ডকে চিঠি পাঠিয়েছেন শিয়ালদা-র DRM। এ বিষয়ে অনুমতি পাওয়া গেলে ও কোচ এলে তবেই ছুটবে শিয়ালদা শাখাতেও AC কোচ। নিঃসন্দেহে তাতে দারুণ সুবিধা পাবেন রেলযাত্রীরা।
এবার পূর্ব রেলের যাত্রীদের কপালেও কি তবে জুটতে চলেছে AC লোকাল ট্রেন? শীঘ্রই সুখবর আসতে পারে রেলযাত্রীদের জন্য। শিয়ালদা থেকে যাতে একটি AC রেক-সহ লোকাল ট্রেন চালানো যায়, তা নিয়ে রেল বোর্ডকে চিঠি লিখেছেন শিয়ালদা শাখার DRM শীলেন্দ্রপ্রতাপ সিংহ। এই সময় ডিজিটালকে এই খবর সম্পর্কে নিশ্চিত করেছেন পূর্ব রেলের এক আধিকারিক।
নিঃসন্দেহে এরফলে দারুণ ভাবে উপকৃত হবেন শিয়ালদা ডিভিশনের রেল যাত্রীরা। যদিও এখনই আনন্দিত হওয়ার মতো কোনও বিষয় যে নেই, তাও কার্যত স্পষ্ট। কারণ, রেলমন্ত্রককে পাঠানো এই চিঠি নানা প্রক্রিয়ার মধ্যে দিয়ে পৌঁছবে বোর্ডের হাতে। এরপর সেই চিঠির আবেদন নিয়ে বিবেচনা করবেন রেল কর্তারা।
আপাতত জানা গিয়েছে, শিয়ালদার DRM পরীক্ষামূলক ভাবেই একটি লোকাল ট্রেনের এসি রেক শিয়ালদহ ডিভিশনকে দেওয়ার প্রস্তাব জানিয়েছেন। আপাতত পরীক্ষামূলক ভাবেই AC রেকসহ লোকাল ট্রেন চালানোর প্রস্তাব করা হয়েছে।
যদি একটি AC রেকসহ লোকাল ট্রেন চলে, সেক্ষেত্রে তার ভাড়া একই থাকবে? বা বাড়ানো হলে কতটা ভাড়া বৃদ্ধি করা হবে তা নিয়েও এখনও কোনও কিছুই জানানো হয়নি। এছাড়া কবে ওই AC রেক এসে পৌঁছয়, বা আদৌ আবেদনে বোর্ডের তরফে সাড়া দেওয়া হয় কিনা-এই ব্যাপারগুলি নিয়ে অনিশ্চয়তা থাকছেই।
বর্তমানে পূর্ব রেলের কোনও ডিভিশনেই লোকাল ট্রেনে AC রেক নেই। শিয়ালদহ শাখায় তা চালু হলে নিঃসন্দেহে অনন্য নজির হবে। তবে দেশের মধ্য এবং পশ্চিম রেলে লোকাল ট্রেনে AC-রয়েছে। এমনকি মুম্বইতেও লোকাল ট্রেনে রয়েছে AC। সূত্রের দাবি, মধ্য এবং পশ্চিম রেলে এসি রেকের চাহিদা মেটানোর পরে রেলের তরফে অন্য ডিভিশনকে AC রেক দেওয়ার মতো অবশিষ্ট কোচ কার্যত থাকেই না। ফলে আদৌ শিয়ালদা DRM-এর আবেদনে কতটা সাড়া পাওয়া যায়, তা নিয়ে ধন্দ রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি মুম্বই শহরে এসি লোকাল ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। আগে যেখানে 44 টি এসি ট্রেন ছিল, বর্তমানে সেই সংখ্যা বাড়িয়ে করা হয়েছে 56-টি।