সেখ জাবিহুল্লাহ, ১৬ জুন, ডানকুনি: বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর কটূক্তিকারী নুপুর শর্মার গ্রেফতারির দাবিতে বুধবার এক বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের কর্মকর্তারা । কিন্তু ডানকুনি থানা থেকে বুধবার কোনো রকম মিছিল, মিটিং করার অনুমতি না দেওয়ায় বিক্ষোভ মিছিলটি স্থগিত করেছিল।
বৃহস্পতিবার আবার বিক্ষোভ মিছিলের ডাক দেয় পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের কর্মকর্তারা। রীতিমত ডানকুনি থানা থেকে পারমিসন না দিলেও তারা মিছিল করার সিদ্ধান্ত নেয়। ঘটনা ক্রমে ডানকুনি মাদ্রাসার এলাকায় বিশাল পুলিশি বাহিনী মোতায়েন করা হয়। বিকাল বেলায় অনুষ্ঠান শুরুর কথা কিন্তু বিক্ষোভ কারীদের থেকে পুলিশ বেশি থাকার কারণে বাইক মিছিল বেশিদূর এগোতে পারেনি।
তাই তারা কয়েকজন মিলে ডানকুনি থানায় গিয়ে গণ ডেপুটেশন পেশ করে। সেক্রেটারী মাসুদুর রহমান জানান " যতদিন না প্রযন্ত নুপুর শর্মাকে গ্রেফতার করা হচ্ছে ততদিন আমাদের আন্দোলন জারি থাকবে এবং আমরা বিভিন্ন থানায় গণ ডেপুটেশন দিয়েছি । যদি নুপুর শর্মাকে গ্রেফতার না করা হয় আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব" ।