Padma Setu: পদ্মা সেতু খুলে দিতেই দুর্ঘদুটর্ঘনা, ছিটকে পড়ে দুইদু বাইক আরোহীর মৃত্যু , আপাতত বন্ধ বাইক চলাচল

 Bangladesh: সেই তালিকায় ছিলেন আলমগির হোসেন ও মহম্মদ ফজলুনামে দুই যুবক। তাঁদেতাঁ র বাইকই দুর্ঘটর্ঘনার কবলে পড়ে। 

ঢাকা: পদ্মা সেতুর উদ্বোধনের পরদিনই ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটর্ঘনা। দুই বাইক আরোহী দু্র্ঘটর্ঘনার কবলে পড়েন এদিন। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা করা যায়নি। দু’ দুজনকেই মৃতমৃ বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনার পরই সোমবার ভোর ৬টা থেকে বাংলাদেশ সরকার পদ্মা সেতুতে মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ করেছে। শনিবার পদ্মা সেতু উদ্বোধনের পর রবিবারই তা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই দেশের এমন এক বিস্ময়কে চাক্ষুষ করার জন্য সকাল থেকে সেই তালিকায় ছিলেন আলমগির হোসেন ও মহম্মদ ফজলুনামে দুই যুবক। তাঁদেতাঁ র বাইকই দুর্ঘটর্ঘনার কবলে পড়ে। ঢাকার দোহার-নবাবগঞ্জের বাসিন্দা ছিলেন তাঁরা তাঁ । জানা গিয়েছে, কিছুদিন আগেই বিদেশ থেকে ফেরেন ফজলু। আলমগির একজন মোটর মেকানিক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের অনুমান, কোনও ট্রাকের ধাক্কার পর তাঁদেতাঁ র বাইক ছিটকে পড়ে। তাতেই এই ঘটনা।

শনিবার পদ্মা সেতু উদ্বোধনের পর রবিবার ভোর থেকে তা খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। বাংলাদেশের দীর্ঘতমর্ঘ সেতু এই পদ্মা সেতু। নির্মা ণর্মা করতে মোট ৩৫ হাজার কোটি টাকা খরচ হয়েছে। সেতুটি তৈরি করতে সময় লেগেছে ১১ বছর। ৬ কিলোমিটার দীর্ঘ দ্বির্ঘ তল এই সেতু স্টিল ও কংক্রিট দিয়ে তৈরি। এই সেতুর একতলায় চার লাইনের সড়কপথ ধরে চলবে বাস, গাড়ি-সহ আরও যান। অন্যতলায় চলবে ট্রেন। এই সেতুতে রয়েছে পুলিশ স্টেশন, স্বাস্থ্য কেন্দ্র, মসজিদ, জলের ট্যাঙ্ক, বিদ্যু তের সাব স্টেশন, অগ্নিনির্বা পনর্বা ব্যবস্থার যাবতীয় বন্দোবস্ত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন