নিজস্ব সংবাদাতা: পুরনো সব ছবিতে ছাড়িয়ে যেতে পারে প্রকৃত মাহেশের রথযাত্রা ৷ গত দু'বছর কোভিডের জন্য রথের দড়িতে টান পড়েনি । এবছর আবার ৬২৬ বছরের মাহেশের রথের দড়িতে টান পড়বে ৷ ভিড় সামলাতে বেশকিছু নতুন নিয়ম করা হয়েছে । জনসাধারণকে সেই নিয়মাবলী জানাতেই আগামীকাল এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে মাহেশে ৷