Trains Cancelled in West Bengal: কাজ চলবে হাওড়া ডিভিশনে, আজ বাতিল একাধিক ট্রেন, রবি-সোমে পরিবর্তন সূচির

নিউজ ডেস্ক:  হাওড়া ডিভিশনের শক্তিগড় এবং গাংপুর স্টেশনের মধ্যে কাজ চলবে। ট্র্যাক রক্ষণাবেক্ষণের কারণে তিনদিন (শনিবার, রবিবার এবং সোমবার) ট্র্যাফিক ও পাওয়ার ব্লক করবে পূর্ব রেল। দুপুরে সেই পাওয়ার ব্লক করা হবে। তার ফলে শনিবার কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। ঘুরিয়ে দেওয়া হয়েছে ট্রেন। রবিবার এবং সোমবার ট্রেনের সূচি পালটানো হয়েছে। দেখে নিন পুরো তালিকা -

1) শনিবার (২৫ জুন) কোন কোন ট্রেন বাতিল থাকবে? ১) হাওড়া থেকে: ৩৭৮২৯ হাওড়া-বর্ধমান লোকাল। ২) বর্ধমান থেকে: ৩৭৮৩৪ বর্ধমান-হাওড়া লোকাল এবং ৩৭৮৩৬ বর্ধমান-হাওড়া লোকাল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) 

2) শনিবার (২৫ জুন) ঘুরপথে কোন ট্রেন চালানো হবে? বর্ধমান থেকে কামারকুণ্ডু-ডানকুনি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে ১৩০২৮ ডাউন কবিগুরু এক্সপ্রেস। কামারকুণ্ডুতে দাঁড়াবে এক্সপ্রেস। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ভারতীয় রেল) 

3) শনিবার (২৫ জুন) কোন ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে? ৩৭৮২৫ হাওড়া-বর্ধমান লোকাল মেমারি পর্যন্ত যাবে। তারপর বেলা ১২ টা ৫১ মিনিটে মেমারি থেকে ডাউন ট্রেন হিসেবে হাওড়ার উদ্দেশে রওনা দেবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) 

4) রবিবার এবং সোমবার কোন কোন ট্রেনের সূচি পরিবর্তন হয়েছে? ৩৭৮৩৮ বর্ধমান-হাওড়া লোকাল দুপুর ১ টা ৪০ মিনিটের পরিবর্তে দুপুর ২ টোয় বর্ধমান থেকে ছাড়বে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন