নিউজ ডেস্ক: রাজস্থানের সুরজাপোল থেকে এদের দুজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে যে ব্যক্তির খুনের ঘটনায় এরা অভিযুক্ত হয়, সেই খুনের ভিডিয়ো করে তা সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়। সেই ভিডিয়োর নিরিখেই এদের গ্রেফতার করা হয়েছে।
এক ব্যক্তির সোশ্যাল মিডিয়া পোস্টের পর তাঁর শিরচ্ছেদের ঘটনা ঘিরে তপ্ত হয়ে ওঠে রাজস্থানের উদয়পুর। অভিযুক্ত গৌস মহম্মদ ও রিয়াজকে গ্রেফতার করা হয়েছে। এর আগে, পয়গম্বরকে নিয়ে নুপূর শর্মার মন্তব্যকে সমর্থন করে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তারপরই সেই ব্যক্তিকে শিরচ্ছেদ করে খুন করা হয়। সেই ঘটনায় অভিযুক্ত গৌস মহম্মদ ও রিয়াজ।
জানা গিয়েছে, রাজস্থানের সুরজাপোল থেকে এদের দুজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে যে ব্যক্তির খুনের ঘটনায় এরা অভিযুক্ত হয়, সেই খুনের ভিডিয়ো করে তা সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়। সেই ভিডিয়োর নিরিখেই এদের গ্রেফতার করা হয়েছে। এছাড়াও সেই ভিডিয়োতো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও খুনের হুমকি দেওয়া হয়। ঘটনা ঘিরে তপ্ত হতে থাকে উদয়পুর। ২৪ ঘণ্টার জন্য বন্ধ করা হয় ইন্টারনেট।
মুহূর্তে পুলিশ স্টেশনগুলিতে অ্যালার্ট জারি হয়। এদিকে, যে বাড়ি থেকে এদের দুজনকে গ্রেফতার করা হয়েছে সেখান থেকে বহু ভিডিয়ো উদ্ধার করা হয়েছে বলে খবর। গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে ঘটনার ৫ ঘণ্টার মধ্যেই ওই ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারির কথা জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোটও।