নিজস্ব সংবাদদাতা: ধর্মতলায় একুশে জুলাই সমাবেশ থেকে ফেরার পথে হুগলির গুড়াপে দুর্ঘটনার কবলে তৃনমূল সমর্থকদের দুটি গাড়ি। দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের ওপরে দুর্ঘটনায় আহত হয় ছয় জন। তাদের বর্ধমান হাসপাতালে পাঠানো হয়েছে।
ধর্মতলা সভা শেষ করে বাঁকুড়া রানিবাঁধ ফিরছিল একটি উইঙ্গার গাড়ি তাতে তৃণমূল কর্মীরা ছিলেন। তার পিছনে ছিল বীরভূমের ইলামবাজারের তৃনমূল কর্মীদের একটি বাস। উইঙ্গার গাড়ির এক্সেল কেটে হঠাৎ রাস্তার উপর দাঁড়িয়ে পড়ে পিছনে থাকা বাসটি সজোরে ধাক্কা মারে। ঘটনায় আহত হয় ছয় জন। জানা গেছে দুজনের আঘাত একটু বেশি।
খবর পেয়ে ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র হুগলি জেলা পরিষদের কর্মাধক্ষ মনোজ চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছে যান। হুগলি গ্রামীন পুলিশের সহযোগিতায় তৃণমূল কর্মীদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন।আহতদের একটি গাড়ি করে বর্ধমান এর হাসপাতালে পাঠিয়ে দেন।দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে ক্রেনের সাহায্যে রাস্তা থেকে সরানো হয়।
Credit playing cards are most likely nonetheless 토토사이트 the most popular technique of making a deposit. However, Bitcoin is gaining on it in popularity because of|as a end result of} there are no fees, and it takes virtually no time for money to be deposited, both into your on line casino account, or into your Bitcoin pockets. Welcome bonuses are how casinos within the USA roll out the pink carpet for brand spanking new|for model new} gamers.
উত্তরমুছুন