হিমাচল প্রদেশের কুলুতে ভয়াবহ বাস দুর্ঘটনা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
হিমাচল প্রদেশের কুলুতে ভয়াবহ বাস দুর্ঘটনা। খাদে পড়ে গেল স্কুল বাস। কয়েক জন স্কুল পড়ুয়া-সহ ১৬ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
কুলুর ডিসি আশুতোষ গর্গ জানিয়েছেন, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। সোমবার সকাল আটটা নাগাদ দুর্ঘটনা ঘটে।