Chintadhra: শর্ট ফিল্মের মাধ্যমে ধর্মের উর্ধ্বে মানবতার কথা তুলে ধরেছেন পরিচালক মীর রাজ্জাক

নিউজ ডেস্ক: বর্তমান পরিস্থিতিতে ধর্ম নিয়ে গোটা দেশে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে একদল মানুষ। সেই প্রেক্ষাপটে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্প্রীতি কথা তুলে ধরতে শুক্রবার মুক্তি মেল স্বল্প দৈর্ঘ্যের ছবি চিন্তাধারা।

বিগত দিনে সব চেয়ে বড় সমস্যা জাতীভেদ” যাকে কেন্দ্র করে চলছে বর্তমান রাজনীতি। দাঙ্গা কতটা ভয়াবহ রুপ নিতে পারে আর কতটা সমাজ ও দেশের ক্ষতি হতে পারে সেটা আনুমান করলে গা শিউরে ওঠে। একবার ভাবুনতো হিন্দু-মুসলিম দাঙ্গাতে বাবা মা কে হারিয়ে ফেলা শিশু গুলোর কি অবস্থা হয় কোনদিন কল্পনা করে দেখেছেন। তাদের এখনও বোঝার বাইরে থাকে কে হিন্দু আর কে বা মুসলমান।

গল্পের মধ্যে দিয়ে আমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে সমাপ্তি ঘটায় এই নোংরা হিন্দু মুসলিম জাতিভেদের । সেই ছবি ফুটে উঠেছে স্বল্প দৈর্ঘ্যের চিন্তাধারা” নামক সিনেমাতে। ছবিতে অভিনয় করছে দুই বাল্য প্রতিভা “মাস্টার ঋক দাস ও বেবি শ্রেয়সী বোস। সিনেমাটি পরিচালনা করেছেন মীর রাজ্জাক এবং প্রযোজনায় মীরয এন্টারটেনমেন্ট। পরিচালক মীর রাজ্জাক জানিয়েছেন, মীরয এন্টারটেনমেন্ট-র লক্ষ্যই হল তাদের প্রতিটা সিনেমা হবে সচেতন ও শিক্ষামূলক।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন