অগ্নিকাণ্ডের ফলে প্রায় দেড় বছর ধরে বন্ধ বাবার কারখানা! ISC পরীক্ষায় তৃতীয় ডানকুনির মেহেলি ঘোষ

 ব্যাটারির কারখানায় কাজ করতেন বাবা। বছরখানেক আগে হঠাৎই সেখানে আগুন লাগায় রাতারাতি বদলে গিয়েছিল দৈন্দদিনের যাপন। কাজ হারিয়েছিলেন বাবা অজিত ঘোষ।

 অভাবের কষ্টের সংসারে দিনযাপনের মধ্যে যেন একফালি স্বপ্নের আলো এনে দিয়েছে মেয়ে। শ্রীরামপুর হোলিহোম স্কুলের ছাত্রী মেহেলি ঘোষ। ISC টুয়েলভে ৯৯.২৫ শতাংশ নম্বর পেয়ে দেশের মধ্যে তৃতীয় হয়েছে ডানকুনির ভাদুয়ার মেয়ে মেহেলি। 

ভবিষ্যতে চিকিৎসকর হওয়ার স্বপ্ন দেখে অজিত ও দীপা ঘোষের একমাত্র পেয়ে মেহেলি। মেডিক্যাল পরীক্ষায় পাশ করে কলকাতার কোনও সরকারি কলেজ থেকে এমএমবিএস পড়াই তাঁর লক্ষ্য বলে জানিয়েছে মেহেলি। পড়ার চাপ কমাতে আঁকা তাঁর পছন্দের সময়যাপন। চিকিৎসক হয়ে অভিভাবকদের দুঃখ মেটানোরই প্রত্যাশা তাঁর। বায়োলজিতে একশোয় একশো, ইংরেজি, অঙ্ক, ফিজিক্স ও কেমিস্ট্রি চার বিভাগে ৯৯ করে ও বাংলায় ৯৬ নম্বর পেয়েছে মেহেলি।


একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন