বিরল রোগে আক্রান্ত দু বছরের শিশু,চিকিৎসার জন্য প্রয়োজন চল্লিশ লক্ষ টাকা,শিশুটির বাবার বন্ধুরা শুরু করেছে অর্থ সংগ্রহের কাজ।অন্যদেরও এগিয়ে আসার আবেদন।
জাঙ্গীপাড়া আটপুরের গোপালপুরের বাসিন্দা অভিজিৎ জানার মেয়ে রাই জানা।বয়স দু বছর তিন মাস।
একরত্তি মেয়েটা সবে হাঁটতে শিখছিল আদো আদো কথাও বলছিল।হঠাৎ তার চলা হাঁটা বন্ধ হয়ে যায়।বসেও থাকতে পারে না।সব সময় কাঁদে।কিছু খেতে পারেনা।কি হল মেয়ের জানতে স্থানীয় চিকিৎসক থেকে কলকাতার বড় হাসপাতাল দৌড়াদৌড়ি করে কোনো লাভ হয়নি।কি রোগ তাই ধরা পরেনি।ব্যাঙ্গালোরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ এন্ড নিউরো সায়েন্সে নিয়ে যাওয়া হয় রাইকে।
সেখানে নানা পরীক্ষার করেও কি রোগ তার সঠিক জানা যায়নি।পরে ব্যাঙ্গালোরেরই নারায়না হাসপাতালে নিয়ে যাওয়া হয়।জানা যায় লিউকোডিসট্রফি(Leukodystrophy) নামে বিরল জেনেটিক রোগে আক্রান্ত হয়েছে ছোট্ট রাই।যে রোগ গোটা নার্ভাস সিস্টেমকে অকেজো করে দেয়।শিরদাঁড়াতেও যার প্রভাব পরে।তাই চিকিৎসকরা বোন ম্যারো প্রতিস্থাপন করতে বলেন।যার খরচ প্রায় চল্লিশ লক্ষ টাকা।
কিন্তু এত টাকা আসবে কোথা থেকে?মেয়ের কান্নায় রাতে ঘুম নেই মা বাবার।তাই বন্ধুদের সাহায্য নিয়ে শুরু করেন অর্থ সংগ্রহ।ইতিমধ্যেই চার লক্ষ টাকা খরচ হয়েছে মেয়ের চিকিৎসায়, জমি বিক্রি করে সেই টাকা এসেছে।ব্যাঙ্গালোরের হাসপাতাল জানিয়েছে এক মাসের মধ্যে চিকিৎসা শুরু করতে হবে।যত দেরি হবে তত খারাপ হবে রাই এর শরীর।আপাতত তিন লাখ টাকা জমা দিলে চিকিৎসাটা শুরু করা যাবে।সেই টাকাও নেই অসহায় বাবার কাছে।তাই অভিজিৎ এর বন্ধুরা ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করছে।রবিবার ফুরফুরা শরিফে অর্থ সংগ্রহে গিয়ে বন্ধু দীপক দে বলেন,মেয়ের চিকিৎসায় জমি বেচে দিয়েছে অভিজিৎ। ওর এখন আর কিছুই নেই।আমরা চেষ্টা করছি মেয়েটাকে বাঁচানোর।কিন্তু শুধু আমাদের চেষ্টায় সবটা হবে না আরো মানুষকে এগিয়ে আসতে হবে।
রাই এর মা শ্যামশ্রী জানা বলেন,মেয়ে এখন শক্ত খাবার খেতে পারে না সব সময় কাঁদে রাতে ঘুমোতেও পারেনা।গত দুমাস ধরে বিভিন্ন হাসপাতাল দৌড়ে বেরিয়েছি।মেয়ের চিকিৎসার জন্য এত খরচ কোথা থেকে আসবে জানিনা।
রাই এর চিকিৎসায় সাহায্যের জন্য আবেদন করা হয়েছে স্থানীয় বিধায়ক,সাংসদ থেকে মুখ্যমন্ত্রীর কাছে।।
Name: Avijit Jana
Bank Account Number: 35813257896
IFSC CODE: SBIN0012443
Branch: Jangipara
Ph pay google pay no - 9609291918