Money Recovery: কং বিধায়কের গাড়ি থেকে উদ্ধার লক্ষ্য লক্ষ্য টাকা! হাওড়ায় ঝাড়খণ্ডের কংগ্রেস এমএলএ-র গাড়ি আটক



হাওড়া: পার্থ-অর্পিতা কাণ্ডের রেশ এখনও মেলায়নি। এর মধ্য়েই জনপ্রতিনিধিদের কাছে থেকে ফের বিপুল পরিমাণ টাকা উদ্ধার হল রাজ্যে। শনিবার বিকালে হাওড়া জেলার পাঁচলা থানার অন্তর্গত রানিহাটি মোড় থেকে উদ্ধার হয়েছে এই টাকা। তবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নয়, তা উদ্ধার করেছে রাজ্য পুলিশই। মুম্বই রোডের রানিহাটি মোড়ে এমএলএ স্টিকার লাগানো একটি ফরচুনার গাড়ি আটক করে পুলিশ। কালো রঙের ওই গাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বান্ডিল বান্ডিল টাকা। এর পরই গাড়িটি আটক করে পাঁচলা থানায় নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, ওই গাড়িটি ঝাড়খণ্ডের কংগ্রেসের বিধায়কে। গাড়ির মধ্যে তিন কংগ্রেস বিধায়কও উপস্থিত ছিলেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

রাজ্য থেকে টাকা পাচার করার খবর আগে থেকেই ছিল পুলিশের কাছে। সূত্র মারফত সেই খবর পেয়ে শনিবার বিকালে মুম্বই রোডে ওত পেতে ছিল পুলিশ। কালো রঙের ওই ফরচুনার গাড়িটি আসতেই তা থামানো হয় এবং শুরু করা হয় তল্লাশি। তখনই ব্যাগ ভর্তি টাকা উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, ওই গাড়ি থেকে প্রায় এক কোটির টাকা উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে, গাড়িটি ঝাড়খণ্ডের জামতাড়ার কংগ্রেস বিধায়ক আফতাব আনসারির। ওই গাড়িতে আফতাব ছাড়াও উপস্থিত ছিলেন আরও দুই কংগ্রেস বিধায়ক। তিন জনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এই টাকা। এই টাকার উৎস কী? বিধায়কদের জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন