Ratha Yatra: বর্ধমানে রথের মেলায় ভেঙে পড়ল নাগরদোলা, জখম চার জন

 দুর্ঘটনায় আহত শুভঙ্কর নন্দী বলেন, ‘নাগরদোলা চালু হতেই সেটির বেল্ট আচমকা ছিঁড়ে যায়। 

পূর্ব বর্ধমানের মেমারির রসুলপুরে রথের মেলায় ভেঙে পড়ল নাগরদোলা। শুক্রবার রাতের ওই দুর্ঘটনায় জখম হয়েছেন চার জন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মেমারি গ্রামীণ হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যার পর থেকেই মেলায় ভিড় বাড়তে থাকে। তার পরই ঘটে এই দুর্ঘটনা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় মেমারি থানার পুলিশ।দুর্ঘটনায় আহত শুভঙ্কর নন্দী বলেন, ‘’নাগরদোলা চালু হতেই সেটির বেল্ট আচমকা ছিঁড়ে যায়। বেশ কয়েক জন নাগরদোলা থেকে ছিটকে মাটিতে পড়ে যান।’’

দুর্ঘটনার পরেই মেলায় বিশৃঙ্খলা তৈরি হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী লক্ষ্মণ রায় বলেন, “নাগরদোলা ভেঙে পড়ার পর বেশ কয়েক জন নাগরদোলার উপরে আটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করেন।”

হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, দুর্ঘটনায় যারা জখম হয়েছেন তাঁদের কারও আঘাত গুরুতর নয়। পুলিশ এই ঘটনায় নাগরদোলার মালিকদের আটক করেছে।



একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন