Save Tree Save World-র পক্ষ থেকে দিল্লি রোডে গাছ লাগিয়ে চলছে অরণ্য সপ্তাহ পালন

নিজস্ব সংবাদতাতা: সবুজায়ণের লক্ষে পৃথিবী জুড়ে নানা পরিকল্পনা নানা প্রকল্প। ১৪ জুলাই থেকে যেমন পশ্চিমবঙ্গে শুরু হয়েছে অরণ্য সপ্তাহ পালন। চলবে আগামী ২০ জুলাই পর্যন্ত। রাজ্য জুড়ে চলা এই অরণ্য সপ্তাহ উদযাপনের আবহে বনদপ্তর থেকে শুরু করে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি।

সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে হুগলীর ডানকুনি থেকে শ্রীরামপুর পর্যন্ত জাতীয় সড়কে চলছে বৃক্ষরোপন। হুগলি জেলার সম্পাদক সেখ মাবুদ আলি জানান, আমরা বছরের প্রত্যেক দিনই প্রায় বিভিন্ন জায়গায় বৃক্ষরোপন এবং বৃক্ষ বিলি সহ পরিবেশ রক্ষার্থে একাধিক কর্মসুচি পালন করি। 

বিশেষ করে ডানকুনিতে  শিল্প কারখানা বেশি হওয়ায় পরিবেশের ভারসাম্য দিন দিন নষ্ট হতে চলেছে, বাতাসে অক্সিজেনের মাত্রা দিন দিন কমছে, তাই ভারসাম্য রুখতে ডানকুনি জুড়ে আমাদের এই কর্মসুচি, প্রায় ১মাস যাবৎ চলবে আমাদের এই বৃক্ষরোপন কর্মসুচি।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন