Sealdah Metro service staring date: সোমবার শিয়ালদা স্টেশনের উদ্বোধন, কবে থেকে শুরু ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা?

 Sealdah Metro service staring date: সোমবার উদ্বোধন হচ্ছে ইস্ট-মেট্রো করিডরের শিয়ালদা স্টেশনের। তার ফলে যাঁরা বিধাননগর নেমে বাসে ঝুলে বা অটোয় সল্টলেক সেক্টর ফাইভের অফিসে যান, এবার আরও সহজে পৌঁছে যাবেন। কারণ আগামী সপ্তাহেই বাণিজ্যিকভাবে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা শুরু হচ্ছে। উদ্বোধনের দিন যাত্রী পরিষেবা হবে না।

দীর্ঘ প্রতীক্ষার অবসান। আগামী সোমবার (১১ জুলাই) ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধন হতে চলেছে। সেজন্য কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে আমন্ত্রণ জানানো হয়েছে। 

তবে উদ্বোধনের দিনই শিয়ালদা মেট্রো স্টেশনে যাত্রী পরিষেবা শুরু হবে না। সেজন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। শনিবার পূর্ব রেলের মুখপাত্র একলব্য চক্রবর্তী জানিয়েছেন, আগামী ১৪ জুলাই (শুক্রবার) থেকে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হবে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, 'সোমবার ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের শিয়ালদা স্টেশন উদ্বোধন করা হবে। উদ্বোধনের জন্য স্মৃতি ইরানিকে আমন্ত্রণ জানানো হবে।' তিনি জানিয়েছেন, স্মৃতি যদি আসতে না পারেন, তাহলেও সেদিনই উদ্বোধন করা হবে।

সংশ্লিষ্ট মহলের মতে, শিয়ালদা স্টেশন চালু হওয়ার পরে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় নয়া গতি আসবে। প্রচুর মানুষ যাতায়াত করবেন। বাড়বে আয়।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন