নিজস্ব সংবাদদাতা: ডানকুনিতে তৃণমূলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে প্রতিবাদ তৃণমূলের।
এদিন ডানকুনি টোলপ্লাজা শ্রমিক সংগঠনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মিছিল এবং টোলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কর্মীরা যার নেতৃত্বে ছিলেন ডানকুনি পৌরসভার ৪নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হাসান মন্ডল।
যদিও সেই বিক্ষোভ মিছিল আটকায় পুলিশ। মিছিল আটকানোর পরই পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় তৃণমূল কর্মীদের। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ডানকুনি থানার পুলিশ।
ডানকুনি টোল প্লাজায় তৃণমূল শ্রমিক সংঠনের বিরুদ্ধে তৃণমূল কাউন্সিলর হাসান মন্ডলের অভিযোগ তৃণমুল শ্রমিক সংগঠনের নেতারা অনৈতিক ভাবে প্রভাব খাটিয়ে কর্মী ছাঁটাই করছে।অন্যদিকে টোল থেকে অবৈধ ভাবে টাকা তুলে বিশাল সম্পত্তির মালিক হচ্ছেন তৃণমল শ্রমিক সংগঠনের নেতারা। যদিও অভিযোগ অস্বীকার করে এবিষয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের সম্পাদক নিসার আলি মল্লিক বলেন পুর বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানিয়েছি, প্রয়োজনে তদন্ত করে দেখুন দুর্নীতি হয়েছে কিনা। বিজেপির এজেন্ট প্রসঙ্গে বলেন, যিনি এই কথা বলছেন তাকে প্রশ্ন করুন উনিতো বড় তৃণমূলী, তাহলে ২০১৫ সালের দলের বিরুদ্ধে গিয়ে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন কেন?