কাজে এসেও ফিরতে হল টোলের ‘ বরখাস্ত ’ কর্মীকে

ডানকুনি : দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ডানকুনি শ্রমিক টোলপ্লাজায় তৃণমূলের আইএনটিটিইউসি - র দুই সংগঠন নেতার বিরুদ্ধে দুর্নীতি এবং অনৈতিক ভাবে এক কর্মীকে বসিয়ে দেওয়ার অভিযোগে মঙ্গলবার শাসক দলেরই ডানকুনির এক কাউন্সিলর দলবল নিয়ে বিক্ষোভ দেখান ।

 ‘ বরখাস্ত হওয়া টোলপ্লাজ়ার কর্মী মুক্তার আলি মোল্লা বুধবার কাজে যোগ দিতে গেলে তাঁকে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । এ নিয়ে টোলপ্লাজ়ার আইএনটিটিইউসি নেতারা জুৎসই জবাব দিতে পারেননি । মুক্তারও শাসকদলের কর্মী । মুক্তারের অভিযোগ , গত পুরসভা ভোটে তিনি ডানকুনির দলীয় প্রার্থী ( এখন কাউন্সিলর ) হাসান মণ্ডলের হয়ে প্রচার করেন । 

Click to read this news in English

তাতেই টোলপ্লাজার আইএনটিটিইউসি প্রভাবিত শ্রমিক সংগঠনের সম্পাদক নিসার আলি মল্লিক কোপে পড়েন তিনি । মুক্তারের ক্ষোভ , “ গত ১১ বছর ধরে টোলে কাজ করছি । গত শনিবার মৌখিক ভাবে আমাকে কাজে যোগ দিতে নিষেধ করা হয় বুধবার গিয়ে দেখি , কাজের তালিকায় আমার নাম নেই । বলা হয় , আমাকে বরখাস্ত করা হয়েছে । 

লিখিত ভাবে দোষ না জানিয়ে , ইচ্ছেমতো বসিয়ে দেওয়া যায় ? ” তৃণমূলের স্থানীয় রাজনীতিতে হাসানের বিরুদ্ধ গোষ্ঠীর লোক বলে নিসার পরিচিত । টোলপ্লাজার শ্রমিক সংগঠনের সম্পাদক নিসার । টোলপ্লাজা সূত্রের খবর , সেখানকার ‘ গোপন ’ কথা অন্যত্র আলোচনার জন্য মুক্তারকে ‘ সাময়িক বরখাস্ত করা হয়েছে । ওই কর্মীকে বসিয়ে দেওয়া নিয়ে নিসারের প্রতিক্রিয়া , “ বিষয়টি আমাদের উচ্চ নেতৃত্ব দেখেছেন । করা ঠিক নয় । ” টোলপ্লাজার শ্রমিক আমার মন্তব্য সংগঠনের সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তৃণমূলের সুবীর মুখোপাধ্যায় বলেন , “ খুব তাড়াতাড়ি আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে মঙ্গলবারেও তিনি নেওয়া হবে । ” একই কথা বলেছিলেন । নিসার এবং সংগঠনের সহ - সম্পাদক নিতাই দে’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মঙ্গলবার বিক্ষোভ হয়েছিল । ওই বিক্ষোভে মুক্তারও ছিলেন । নিসার অভিযোগ মানেননি ।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন