Chanditala Police: সাবধানে চালাও জীবন বাঁচাও! সচেতনতা প্রচারে পদযাত্রা পুলিশের, লিফলেট ও স্টিকার বিতরণ

নিজস্ব সংবাদতাতা: সাবধানে চালাও জীবন বাঁচাও! সচেতনতা প্রচারে পদযাত্রা পুলিশের, লিফলেট ও স্টিকার বিতরণ।

হুগলী গ্রামীণ জেলা পুলিসের চন্ডীতলা থানা "সেফ ড্রাইভ সেভ লাইফ" অভিযানের প্রচারে একটি র‌্যালি আয়োজন করে চণ্ডীতলা বিডিও অফিস থেকে গোবরা মোর পর্যন্ত। এই অভিযানে লিফলেট এবং SDSL স্টিকার বিতরণ করা হয়। 

এই অভিযানের মূল লক্ষ্য ছিল জনসাধারণকে ট্র্যাফিক নিয়ম অবগত করানো,সড়ক নিরাপত্তার জন্য করণীয় নিয়মগুলির সাথে, গাড়ি চালানোর সময় ফোনে কথা না বলা এবং বাইকারদের হেলমেটবিহীন গাড়ি চালানো বন্ধ করা। 

এছাড়াও অটো, টোটো, বাস, লরির চালকদের মধ্যে বেপরোয়া গাড়ি চালানো বন্ধ করা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন