নিজস্ব সংবাদদাতা: গত কয়েক দিন ধরে বাইক চুরির অভিযোগ আসছিল ডানকুনি থানায়।
তদন্তে নেমে পুলিশ ডানকুনি এলাকার বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। এরপর হাওড়ার ডোমজুর থেকে একজনকে আটক করে। তাকে জেরা করে বাইক চুরির গ্যাংকে পাকরাও করে পুলিশ।
মোট চারজন গ্রেফতার, দশটি বাইক উদ্ধার করে পুলিশ। ডানকুনি থানার পুলিশ জানিয়েছে ধৃতদের সাতদিন হেফাজতে নেওয়া হয়েছে। চোরাই বাইক উদ্ধার ,বাইক চুরিতে আরও কারা যুক্ত তা ধৃতদের জেরা করে জানার চেষ্টা হবে বলে জানিয়েছে ডানকুনি থানার পুলিশ।