নিজস্ব সংবাদদাতা: ফের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হল উত্তরপাড়ায়, এলাকায় শোকের ছায়া।এবার মৃত এক যুবক,মৃতের নাম সন্দীপ কুমার মুখার্জি(৩৭)।

উত্তরপাড়া শিবনারায়ন স্ট্রীটের বাসিন্দা একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। তার স্ত্রী এক মেয়ে আছে। গত শুক্রবার থেকে জ্বরে ভুগছিলেন সন্দীপ। উত্তর পাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে গতকাল উত্তরপাড়া পৌরসভা পরিচালিত মহামায়া হাসপাতালে তাকে ভর্তি করা হয় আইসিসিইউতে। আজ তিনটে নাগাদ তার মৃত্যু হয়। ছেলের মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। মৃত যুবকের বাবা উজ্জ্বল কুমার মুখার্জি বলেন,এক সপ্তাহ আগে বাড়িতে হঠাৎ অজ্ঞান হয়ে পরে যায় সন্দীপ। দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করি। কোনভাবেই তার জ্ঞান ফিরছিল না এদিকে নার্সিংহোমের বিল উঠে যায়। রক্ত পরীক্ষায় জানতে পারি তার ডেঙ্গু হয়েছে তার আগে আমরা কিছুই বুঝতে পারিনি।
উত্তরপাড়া পুরসভার পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে মশা মারার তেল স্প্রে করা হয়। পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তা সত্বেও ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। খুবই বেশি মশার উৎপাত। এর আগে উত্তরপাড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে।উত্তরপাড়া শ্রীরামপুরে ডেঙ্গু বেড়েই চলেছে। গতকাল শ্রীরামপুর মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী আধিকারীকদের নিয়ে নির্মীয়মান আবাসন এবং বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। পুজোর মুখে ডেঙ্গু ভয় ধরাচ্ছে হুগলিতে।
হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভূঁইয়া বলেন,ডেঙ্গুতে মৃত্যু হয়েছে কিনা সেটা আগে জানা দরকার আমাদের কাছে এখনো কোনো রিপোর্ট আসেনি। তবে প্রাথমিক একটা রিপোর্ট যেটা এসেছে তাতে দেখা যাচ্ছে কোমর্বিডিটি ছিল। ডেপুটি সিএমওএইচ-২ এর নেতৃত্বে একটি টিম যাবে উত্তরপাড়ায়।
হুগলি জেলায় ৬৫০ জন ডেঙ্গু আক্রান্ত।হাসপাতালে ভর্তি আছ ১৩৬ জন।