Ishma Foundation: জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পাশে থাকার অঙ্গীকার নিয়ে পথচলা শুরু করল ইসমা ফাউন্ডেশন

নিজস্ব সংবাদদাতা: 21 সেপ্টেম্বর হুগলি জেলার বাসুবাটি দরবার শরীফ থেকে সুন্নি ঐক্যবদ্ধ সম্মেলনের মাধ্যম দিয়ে পথ চলা শুরু করলো ইসমা ফাউন্ডেশন।

ইসমা ফাউন্ডেশন এর সভাপতি সৈয়দ শাহ সামিরুল ইসলাম বললেন, ইসমা ফাউন্ডেশন এক লক্ষ্য নিয়ে পথ চলা শুরু করেছে শুধু বাংলায় নয় বাংলার বাইরেও আমাদের সংগঠন পৌঁছে যাবে। এরপর তাজ চিশতি আরো বললেন,  ইসমা ফাউন্ডেশন ইসলামিক কাজ এর পাশাপাশি অসহায় মানুষের পাশে ও থাকার জন্যই এই সংগঠন।

মুসলমানদের মধ্যে যে ভেদাভেদ । শুরু হয়েছে, সেজন্য সমস্ত মুসলিম একটা প্লাটফর্মে ইসমার মধ্যে আসার দাবি করলেন । হিন্দু মুসলমানের যে নফর তৈরি করেছে । সেটাকে মিটিয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো ।  সম্মেলন শুরুর পূর্বেই ইসমা ফাউন্ডেশন কয়েকশো গাছ লাগিয়ে তিনাদের পথ চলা শুরু শুরু করেছে । আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । বাংলা ও বাংলার বাইরের অতিথি বর্গ ।

ফাউন্ডেশনের সেক্রেটারি

মোঃ তাজ কাদরী চিশতি

সভাপতি:-  সৈয়দ শাহ সামিরুল ইসলাম 

বাংলাদেশ থেকে রফিকুল ইসলাম কিশোরগঞ্জী

প্রযুক্তি বিষয়ক সম্পাদক:- সৈয়দ আবু সাদেক মুনিরী।

এডভোকেট আশফাক আহমদ

 (কলকাতা হাইকোর্ট)

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন