নিজস্ব সংবাদদাতা: ডানকুনি পুরসভার তৃনমূল কাউন্সিলর অচিন্ত্য কর্মকার প্রয়াত হলেন। বেশ কিছুদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
মুম্বাই ও চেন্নাইতে চিকিৎসা করেছেন। গত ৭ সেপ্টেম্বরে কলকাতার বেসরকারী হাসপাতালে ভর্তি হন। আজ বিকাল চারটে নাগাদ মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৬২ বছর। অচিন্ত্য বাবু দুবারের কাউন্সিলর ছিলেন। এবার ডানকুনির পুরসভার ৬ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হন। পুরসভার সিআইসি পদের দায়িত্ব সামলাচ্ছিলেন। তার আগে পুরসভার প্রশাসকের দায়িত্ব সামলেছেন।
ডানকুনির বর্ষিয়ান তৃণমূল নেতা তথা ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের মৃত্যুতে শোকের ছায়া ডানকুনিতে। মৃত্যুর খবর পেয়ে শোক জ্ঞাপন করেছেন ডানকুনি পুরসভার পুর প্রধান হাসিনা সবনম, কার্যনির্বাহী আধিকারিক অভ্রজোতি পাল। উপ পুর প্রধান প্রকাশ রাহা সহ এলাকার বিধায়ক সাথী খন্দকার। শোক জ্ঞাপন করেছেন হুগলি জেলা পরিষদের কর্মদক্ষ সুবীর মুখার্জি। তৃণমূলের রাজ্য সম্পাদক দিলীপ যাদব সহ বিরোধী দলের নেতৃত্বরাও।