নিউজ ডেস্ক: গত 7 সেপ্টেম্বর সন্ধাবেলায় সিঙ্গুর বেরাবারি বাজারে কিছু প্রয়োজনীয় কাজ সারতে আসেন সৃদাম বাবু। বাজার সেরে ফিরে দেখেন তার প্রিয় বাজাজ বক্সার মোটর সাইকেল টি সেখানে নেই। বাইকটি কেও চুরি করে নিয়ে চলে গেছে।
তার কষ্টের বাইকটি নিয়ে তিনি মাছের ব্যাবসার সমস্ত কাজ মেটান। মাথায় যেন আকাশ ভেঙে পরে। সাথে সাথে খবর দেন সিঙ্গুর থানায়। সতর্ক করে দেওয়া হয় ডিউটিরত সকল অফিসার ও সিভিক ভলান্টিয়ারদের। সিভিক ভলান্টিয়ার চন্দন ঘোষ ও আরো তিন জনকে গাড়িটির সন্ধান চালাতে থাকে। মাত্র 30 মিনিটের মধ্যে তারা একজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায় এবং উদ্ধার করে বাইকটি।