নিজস্ব সংবাদদাতা: সারা বাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠন (V.R.P.) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
র ডাকে আজ রামলীলা ময়দানে বাংলার বঞ্চিত অবহেলিত সম্পদ কর্মীদের দাবি আদায়ের লক্ষ্যে জমায়েত হয়ে নবান্নের উদ্দেশ্যে মিছিল শুরু করে অগ্রসর হয় । 25 হাজার 240 জন গ্রামীন সম্পদ সংগঠনের রাজ্য সভাপতি ইলিয়াস আলম জানালেন আমরা নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে 15-16 অর্থবর্ষে সামাজিক নিরীক্ষার কাজে যুক্ত হলেও পরবর্তী সময়ে মাননীয়া দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আমাদেরকে পতঙ্গ বাহির রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণের কাজে সংযুক্ত করেছেন প্রতি মাসে5250 টাকা দিন প্রতি 175 টাকা যা বর্তমান দ্রব্যমূল্যের বাজারে চালাতে অনুপ যুক্ত ।
সংগঠনের সম্পাদক অমিত সরকার জানান মাননীয় দিদি গত লোকসভা নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন আফটার ইলেকশন একটি সিস্টেমের মধ্যে নিয়ে আসবেন VRP দের কিন্তু দীর্ঘ কয়েক বছর অতিক্রান্ত হলেও এখনো কোনো সিস্টেমের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হইনি তাই আমরা নবান্ন অভিযানের ডাক দিয়েছি।
সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মিডিয়া পার্সন লক্ষী কান্ত দত্ত জানালেন দিদির দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় আমরা অবহেলিত বঞ্চিত বাংলার 25 হাজার 240 জন গ্রামীণ সম্পদ কর্মী 62 বছর পর্যন্ত কর্মসংস্থান স্থায়ী করণের দাবিতে , পাশাপাশি সম্মানজনক মাসিক বেতনের দাবিতে, নিয়মিত সরকারি সমস্ত প্রকল্পে সামাজিক নিরীক্ষা চালু করার দাবিতে আন্দোলনের সামিল হয়েছি ।
সংগঠনের চেয়ারম্যান সুজাউদ্দিন আহমেদ জানালেন আমরা নির্দিষ্ট কয়েকটি দাবি সরকারের কাছে রেখেছি তা পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে।
উপস্থিত ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ নেতৃত্ব হরিসাধন রুইদাস বলেন এ লড়াই অন্যহীনের মুখে অন্য সংস্থানের লড়াই , পেটে ভাত যোগাড়ের লড়াই , খেয়ে পরে বেঁচে থাকার লড়াই , তাই আমরা সবাই বাংলার উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সকল VRP রা সমবেত হয়েছি।
উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সহ সম্পাদক প্রসেনজিৎ ঘাটা জানালেন সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে বাংলার VRP রা বঞ্চিত আছে। 365 দিন কাজ একেবারেই অসম্ভব আমরা দাবি জানাচ্ছি প্রতি সপ্তাহে একদিন করে ছুটি আমাদেরকে প্রদান করতে হবে ।
এমত অবস্থায় মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতি করজোড়ে অনুরোধ খেয়ে পরে বেঁচে থাকার মত সম্মানজনক মাসিক বেতন সহ কর্ম নিশ্চয়তার বিষয়ে নিশ্চিত পদক্ষেপ নিয়ে , এই অসহায় পরিবারের পাশে যদি দাঁড়ান , 25040 জন SAVRP কর্মী চির কৃতজ্ঞ থাকতে বাধিত হবে ।
আমাদের দাবী
1) কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল জনহিতকর প্রকল্পে সমকালীন সামাজিক নিরীক্ষা (SOCIAL AUDIT) Social Audit Village Resource Person দের দ্বারাই করতে হবে, (Social Audit Law পাশ করিয়ে ) ।
2) SAVRP দের সম্মানজনক মাসিক বেতন চালু করতে হবে ।
3) DA, TA, স্বাস্থ্য বীমা সহ যাবতীয় সরকারি সুবিধা ও 62 বছর বয়স পর্যন্ত কর্ম নিশ্চয়তা প্রদান করতে হবে।
4) উপযুক্ত কারণ ছাড়া কোন SAVRP কে কর্মচ্যুত করা যাবে না ।
5) কর্ম স্থলে গ্রামীণ সম্পদ কর্মী বা SAVRP দের শারিরীক ক্ষয় ক্ষতি বা জীবনহানি ঘটলে তার উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে সেইসাথে শূন্যপদ হলে মৃতের পরিবার থেকেই একজনকে কর্ম নিযুক্তি দিতে হবে।
6) ধর্মীয় উৎসবে বোনাস প্রদান ও মহিলা কর্মীদের 6 মাসের সবেতন মাতৃত্বকালীন ছুটি সহ বিবাহিত মহিলাদের বদলির ব্যবস্থা করতে হবে।
7) রাজ্য সরকারি নিয়ম অনুযায়ী SAVRP দের সবেতন সরকারি ছুটি প্রদান করতে হবে।
9) কর্মীদের কাজের সদিচ্ছা সঠিক রাখতে VBDCP কাজটিতে Master Roll পদ্ধতির পরিবর্তে ট্রেজারি মাধ্যমে মাসের 1 লা তারিখেই বেতন প্রদানের DBT System চালু করতে হবে।