নিজস্ব সংবাদদাতা: ফের ডানকুনির চাকুন্দিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির, মৃতের নাম কুন্দন রাউত, বয়স ২৫ বছর।
স্থানীয় সূত্রে খবর, কুন্দন স্থানীয় একটি কারখানায় কাজ করে। প্রতিদিনের মতো গতকালও রাত আটটা নাগাদ কাজে যোগদান করতে যাওয়ার পথে চাকুন্দি হাওড়া ব্রিজের কাছে রাস্তা পারাপার করতে গিয়ে শ্রীরামপুরগামী রাস্তায় দ্রুতগতিতে আসা একটি গাড়ি ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতর জখম হন কুন্দন।
খবর পেয়ে ডানকুনি থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
স্থানীয়দের অভিযোগ দিল্লি রোডের মতো এই গুরুত্বপূর্ণ রাস্তায় অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করেন। না আছে বাস স্ট্যান্ড, না আছে আলো। ফলে নিত্যদিনই ঘটে চলেছে দুর্ঘটনা। আর কত প্রাণ গেলে প্রশাসনের টনক নড়বে সেই প্রশ্ন তুলছেন পথ চলতে মানুষ থেকে এলাকাবাসী।