High Mast Light: ডানকুনি দুর্গাপুর রোড চৌমাথায় বিকল একাধিক উচ্চ বাতিস্তম্ভ, সমস্যায় পথ চলতি সাধারণ মানুষ

নিজস্ব সংবাদদাতা: ডানকুনি দুর্গাপুর চৌমাথায় দীর্ঘদিন ধরে বিকল তিনটি উচ্চ বাতিস্তম্ভ, সমস্যায় পথ চলতি মানুষ থেকে রাস্তার দু'ধারে থাকা অস্থায়ী ব্যবসায়ীরা। 

ব্যবসায়ীদের অভিযোগ জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা সম্প্রসারণের নামে সমস্ত দোকানপাট আমাদের সরিয়ে নিতে বলেছে। তাদের কথামতো আমরা দোকানপাট সরিয়েও নিয়েছি। তবে সংসার চালাতে আমরা অস্থায়ীভাবে টলিভ্যানে কোন রকমে ব্যবসা চালাচ্ছি।

সন্ধ্যা নামলেই গুরুত্বপূর্ণ এই দুর্গাপুর চৌমাথা অন্ধকারে ছেয়ে যায় ফলে আমাদের যেমন সমস্যা হয় অন্যদিকে যারা দূরদূরান্ত থেকে আসেন তারাও সমস্যার মধ্যে পড়েন। গভীর রাতে পুলিশি টহল চললেও অন্ধকারে অপরাধের প্রবণতা বাড়তে পারে।

তাই আমরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছি যাতে এই তিনটি উচ্চ বাতি স্তম্ভ মেরামত করা হয়। এ বিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ কিছু না বললেও ডানকুনি পুরসভার চেয়ারপার্সন হাসিনা শবনম জানান এই উচ্চ বাতিস্তম্ভ গুলি পুরসভায় দেখভাল করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা সম্প্রসারণের কাজ করতে গিয়ে কোন কারণে তার ছিড়ে গিয়ে বিপত্তি ঘটেছে, আমরা বিষয়টি জানতে পেরেছি খুব শীঘ্রই মেরামত করে আলো জ্বালানোর ব্যবস্থা করা হবে

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন