Stf Arms Recovered: পঞ্চায়েত নির্বাচনের আগে ফের উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, ডানকুনি থেকে গ্রেপ্তার ২

নিজস্ব সংবাদদাতা: গতকাল রাতে  মুর্শিদাবাদ গামী বাস থেকে আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার করে STF, অফিসাররা  ডানকুনি হাউজিং মোড় থেকে তাদের গ্রেফতার করে।

ধৃতদের কাছ থেকে ইম্প্রোভাইজড অস্ত্র সহ ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।জানা গেছে  আগ্নেয়াস্ত্রগুলি পাটনা, বিহার থেকে নিয়ে আসা হয় এবং মুর্শিদাবাদে পৌঁছে দেওয়ার কথা ছিল।  ডানকুনি থানার সহযোগীতায় এসটিএফ অভিযুক্তদের গ্রেফতারে সমর্থ হয়। ধৃতদের বিরুদ্ধে বেআইনি অস্ত্র কেনা বেচার নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।কার কাছে এই অস্ত্র বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

ধৃত মিনারুল সেখ ও মাশাদুল মন্ডল দুজনেই মুর্শিদাবাদ ডোমকল এর বাসিন্দা।মোট তিনজনের বিরুদ্ধে এফআইআর হয়েছে বলে জানিয়েছেন চন্দননগর পুলিশ কমিশনার।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন