Haripal Police: দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে মাছের গাড়িতে লুটপাট! ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার ৩ সশস্ত্র দুষ্কৃতী

নিউজ ডেস্ক: দুপুরবেলা। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে ছুটে যাচ্ছিল মাছ সরবরাহকারী একটি ভ্যান, যাকে চলতি কথায় আমরা বলি মাছের গাড়ি I ঠিক সেই সময়ই সিনেমাটিক কায়দায় হঠাৎ একটি সাদা স্করপিও দ্রুতগতিতে পেছন থেকে, মাছের গাড়িটিকে ওভারটেক করে সজোরে ব্রেক কষলো সামনে I স্করপিও থেকে চার- পাঁচ জন দুষ্কৃতী নেমে মাছের গাড়ির ড্রাইভার খালাসী কে মারধর এবং সর্বস্ব লুটপাট করে চম্পট দিল কয়েক মিনিটেই I 

ঘটনার তদন্তে নেমে হরিপাল থানা, তিনদিনের মধ্যেই গ্রেপ্তার করে তিন জন সশস্ত্র দুষ্কৃতীকে I দুষ্কৃতীদের থেকে উদ্ধার হয় অপরাধে ব্যবহৃত স্করপিও গাড়িটি এবং লুট করে নিয়ে যাওয়া টাকা-পয়সার অংশবিশেষ এবং কিছু গুরুত্বপূর্ণ নথি। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে হরিপাল থানার পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন