নিউজ ডেস্ক: গত ১২ তারিখ রাত্রিবেলায় গোপন সূত্রে খবর আসে একটি "লোহার সিট" বোঝাই ট্রাক সাঁকরাইল থানা অঞ্চল থেকে হাইজ্যাক করা হয়েছে। পালানোর চেষ্টা করছে দুর্গাপুর এক্সপ্রেস ধরে ।
খবর পাওয়া মাত্রই হুগলী গ্রামীণ জেলার বিভিন্ন জায়গায় শুরু হয় 'নাকা' চেকিং। পুলিশের চোখে ধুলো দিতে বেশ কয়েকবার রাস্তা বদল করে দুষ্কৃতীরা। শেষ পর্যন্ত চন্ডীতলা থানার RT ভ্যান ট্রাকটিকে থামতে সফল হয়।
আটক করা হয় একজন দুষ্কৃতিকে ও বাজেয়াপ্ত করা হয় লোহারসিট সহ গাড়িটিকে। খোঁজ চলছে এই ঘটনায় যুক্ত বাকি অপরাধীদেরও । সমস্ত রকম আইনানুগ ব্যবস্থার পর গাড়িটিকে তার আসল মালিকের হতে তুলে দেয়া হবে।