Hooghly গ্রামীণ পুলিশের উইনার্স টিমের তৎপরতায় উদ্ধার নাবালিকা! আরও এক নাবালিকার বিয়ে রুখল চাইল্ড লাইন

নিজস্ব সংবাদদাতা: হুগলি গ্রামীণ পুলিশের উইনার্স টিমের তৎপরতায় উদ্ধার নাবালিকা! আরও এক নাবালিকার বিয়ে রুখল চাইল্ড লাইন। প্রথম ঘটনাটি গত শনিবারের। হুগলি গ্রামীন পুলিশের উইনারস টিমের সদস্যা এক লেডি কনস্টেবল, বাড়ি ফেরার পথে চন্ডীতলার গোবরা স্টেশনের কাছে ঘোরাফেরা করতে দেখেন এক নাবালিকাকে। 

সন্দেহ হওয়ায় তিনি নাবালিকার নাম-ঠিকানা জানতে চান এবং যোগাযোগ করেন চন্ডীতলা থানায়। চন্ডীতলা থানা নাবালিকাকে সাথে সাথে উদ্ধার করে এবং সম্পূর্ণ আইনগত প্রক্রিয়া মেনে তাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।


দ্বিতীয় ঘটনাটি চন্ডিতলা থানার জঙ্গলপাড়া এলাকার। গোপন সূত্রে খবর পেয়ে, বৃহস্পতিবার চাইল্ড লাইনের সহযোগিতায় মেয়েটির শশুড়বাড়ি থেকে ঐ নাবালিকা একাদশ শ্রেণির ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, নাবালিকার বাবা একজন হিউম্যান রাইটসের প্রতিনিধি। যারা মানবাধিকার নিয়ে কাজ করেন অথচ নিজের মেয়ের অল্প বয়সে বিবাহ দেন তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন চাইল্ড লাইনের আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, ঐ নাবালিকাকে উদ্ধার করে জাঙ্গিপাড়ার হোমে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন