হুগলী জেলা তৃণমূল কংগ্রেস (নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলে)এর সভাপতি সমর মধুর উপস্থিতিতে চন্ডীতলার চিকরন্ড ও পাঁচঘরা জলাপাড়ায় ৮ টি বুথের কর্মিদের নিয়ে সাংগঠনিক আলোচনা ও বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।মতুয়াদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেন মাননীয়া মুক্ষ্যমন্ত্রী মতুয়াদের সব দাবি পুরন করেছেন হরিচাঁদ ও গুরু ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে সরকারি ছুটি মতুয়া উন্নয়ন পর্ষদ করে মতুয়াদের উন্নয়নে ১০ কৌটি টাকা বরাদ্দ করেছেন আমাদের জননেত্রী মমতা বন্দোপাধ্যায় অথচ শান্তানু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী হয়েও মতুয়া উন্নয়নে ঠাকুর বাড়িতে মাননীয় প্রধান মন্ত্রীকে এনেও মতুয়াদের কোন উন্নয়ন করতে পারেননি এর থেকে লজ্জার আর কি হতে পারে।আমাদের নেত্রী কথায় ও কাজে বিশ্বাসি।