রিষড়া গ্রাম: পঞ্চায়েতের উপপ্রধানের উপর হামলা চালাল দুষ্কৃতীরা। ঘটনার জেরে গুরুতর জখম হয়েছেন প্রবীণ ওই পঞ্চায়েত সদস্য।
সোমবার রাতে রিষড়ার মীরপুরে ওই ঘটনা ঘটেছে। পঞ্চায়েত সদস্য আজিজুল হক বর্তমানে কলকাতার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। তাঁর যকৃতে গুরুতর আঘাত লেগেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি ছ'বারের পঞ্চায়েত সদস্য। বরাবরই ডানপন্থী ওই ব্যক্তির উপরে হামলা ঘিরে জল্পনা শুরু হয়েছে। আজিজুল হকের পরিবারের দাবি, স্থানীয় কিছু মানুষের আসামাজিক কাজে তিনি বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন।
তারাই পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, দলীয়স্তরে ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। জখম পঞ্চায়েত সদস্যের পরিবার ডানকুনি থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।