নিজস্ব সংবাদদাতা: পরপর দুটি জাতীয় পুরস্কার পাওয়ার পর এবার জাতীয় স্তরে ইন্টার স্কুল আর্ট ওয়ার্কশপে অংশগ্রহণ করল হুগলি জেলার সেরা উদিয়মান স্কুল এস এম মেমোরিয়াল স্কুলের পড়ুয়ারা।
APEEJAY SURRENDRA GROUP এর পরিচালনায় কলকাতার পার্ক স্ট্রিটে APEEJAY HOUSE এ আয়োজন করা হয়েছিল 31st APEEJAY ANAND ART WORKSHOP 2023
উপস্থিত ছিলেন শুভপ্রসন্ন ভট্টাচার্য সহ ভারতবর্ষের বিখ্যাত শিল্পীগন। কলকাতা কেন্দ্রিক বিভিন্ন নামি স্কুলের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল হুগলি জেলার একমাত্র স্কুল হিসাবে S. M. Memorial School
সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা All India Brotherhood Foundation. S. M. Memorial School এর ড্রয়িং কম্পিটিশন ২০২২শে Rank করা ছাত্র-ছাত্রীরা মূলত অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতামূলক আর্ট ওয়ার্কশপে।
এই ইন্টার স্কুল ড্রয়িং প্রতিযোগিতামূলক ওয়ার্কশপে বিভিন্ন ধরনের আর্ট এবং ড্রইংয়ের মাধ্যমে জাতীয় স্তরে ছাত্র ছাত্রীরা তাদের প্রতিভার সর্বোচ্চ বিকাশ ঘটিয়েছে বলে মনে করছেন স্কুল কর্তৃপক্ষ। এরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি পড়ুয়ারা ্