নিজস্ব সংবাদদাতা: চন্ডীতলার জনাইয়ে মায়ের সামনে ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্তরা! পুলিশের জালে অভিষেক ও অবিনাশ। জমি নিয়ে বিবাদে মায়ের সামনেই এক যুবককে পিটিয়ে, কাচের বোতল ভেঙে গলায় ঢুকিয়ে খুনের অভিযোগ উঠেছিল প্রতিবেশী মহিলা ও তার দুই ছেলের বিরুদ্ধে। ঘটনার দিনই রুনু সিং নামে এক মহিলা গ্রেফতার হলেও দুজন পালিয়ে যায়।
মঙ্গলবার, দোলের দুপুরে ঘটনাটি ঘটেছিল হুগলির চণ্ডীতলার জনাইয়ের চিকরন্ড এলাকায়। অভিযুক্ত মহিলাকে পুলিশ গ্রেফতার করে। নিহতের নাম কৃষ্ণেন্দু দাস (৩২)। তিনি দোকানে দোকানে ব্যাগ বিক্রি করতেন।
ময়নাতদন্তের পরে গ্রামে ফেরার সময়ে বুধবার সন্ধ্যায় চণ্ডীতলা থানার সামনে অহল্যাবাই রোডে দেহ রেখে অবরোধ করেন কয়েকশো মানুষ। তাঁদের দাবি, পলাতক দু’জনকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। পুলিশের আশ্বাসে ঘণ্টাখানেক পরে অবরোধ ওঠে।
হুগলি গ্রামীণ জেলা পুলিশের আধিকারিকেরা জানান, নিহতের মা যূথিকা দাসের লিখিত অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ধৃত রুনু সিংহের দুই ছেলে অভিষেক ও অবিনাশ কয়েক দিন ধরে পলাতক ছিল অবশেষে আজ তাদের গ্রেফতার করা হয়। আগামীকাল তাদের শ্রীরামপুর কোর্টে পেশ করা হবে।