Chanditala: মদ্যপ অবস্থায় ছাত্রীদের সাথে অভব্যতার অভিযোগে প্রধান শিক্ষককে গ্রেফতার করল পুলিশ

নিজস্ব সংবাদদাতা: কৃষ্ণরামপুরের স্কুলে মদ্যপ অবস্থায় ছাত্রীদের সাথে অভব্যতার অভিযোগে প্রধান শিক্ষককে গ্রেফতার করল চন্ডীতলা থানার পুলিশ।

বসন্ত উৎসবের নামে মদ্যপ অবস্থায় ছাত্রীদের সঙ্গে অভব্যতা! ছাত্রীর মায়েদের রঙ মাখানোর অছিলায় খারাপ আচরনের অভিযোগ। চন্ডীতলার কৃষ্ণরামপুর দত্তপুর লায়ন্স উডলায়ন্স বিবেকানন্দ বিদ্যাপিঠের প্রধান শিক্ষক নিমাই চন্দ্র ঘোষের বিরুদ্ধে অভিযোগ৷ স্কুলে বিক্ষোভের পাশাপাশি কৃষ্ণরামপুরে অহল্যাবাই রোড অবরোধ করে বিক্ষোভ পড়ুয়া ও অভিভাবকদের। দোলের দুদিন পর স্কুলে বসন্ত উৎসব হয়| মদ্যপ অবস্থায় ছাত্রীদের রঙ মাখান প্রধান শিক্ষক, হাত ধরে টানাটানি করেন বলে অভিযোগ |

বসন্ত উৎসবের নামে ছাত্রীদের সঙ্গে খারাপ আচরন করেন৷ ঘটনাস্থলে চন্ডীতলা থানার পুলিশ। অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় অহল্যা বাই রোডে। চন্ডীতলা-২ এর জয়েন বিডিও স্কুলে গেলে তাকে ঘিরে বিক্ষোভ শুরু করে অভিভাবকরা। এক অভিভাবকের অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষক নিমাই চন্দ্র ঘোষকে গ্রেফতার করেছে চন্ডীতলা থানার পুলিশ৷ আগামীকাল তাকে শ্রীরামপুর আদালতে পেশ করা হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন