Hooghly: বহুজাতিক ঔষধ প্রস্তুত কারক কোম্পানির বিরুদ্ধে জেলার বিভিন্ন হাসপাতালের সামনে বিক্ষোভ

নিউজ ডেস্ক: হুগলী জিলার বিভিন্ন হাসপাতাল-মেডিকেল কলেজে সামনে বহুজাতিক ঔষধ প্রস্তুত কারক কোম্পানি *সানোফি* ম্যানেজমেন্টের বিরুদ্ধে লাগাতার প্রচার ও বিক্ষোভ কর্মসূচি চলছে।আজ কে চন্ডীতলা গ্রামীণ হাসপাতালের সামনেও প্রচার কর্মসূচি করা হয়। 

বিভিন্ন ডাক্তারবাবু, নার্স, সাধারণ মানুষের কাছে বিভিন্ন ঔষধ কোম্পানির অন্যায় অত্যাচারের কথা তুলে ধরা মূল উদ্দেশ্য। ইতিমধ্যে আরামবাগ মেডিকেল কলেজ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল, চন্দননগর হাসপাতাল, শ্রীরামপুর ওয়ালশ সুপার স্পেশালিটি হাসপাতাল, শ্রীরামপুর ই এস আই হাসপাতাল, উত্তরপাড়া স্টেট জেনেরাল হাসপাতালেও প্রচার করা হয়েছে।অন্যায় ভাবে কোম্পানির অংশ সহ সেলস কর্মীদের 'বেচে' দেওয়ার প্রতিবাদে ১৩ জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভস প্রতিবাদে সামিল হয়েছে।

এই অন্যায় ভাবে ছাঁটাই হওয়া সেলস কর্মীদের স্বার্থে অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজ, হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় প্রচার কর্মসূচি চালাচ্ছে। ইতিমধ্যে প্রায় ১৫০০ ডাক্তারবাবুর লিখিত আবেদন সংগঠনের তরফে সানোফি ম্যানেজমেন্টকে পাঠানো হয়েছে। দেশের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলেছে এই সব ঔষধ কোম্পানির কর্তৃপক্ষ। অবিলম্বে ছাঁটাই হওয়া সেলস কর্মীদের সানোফি কোম্পানিতে পুনর্বহাল করার দাবি জানানো হয়েছে সংগঠনের তরফে।

কোভিড পরবর্তী সময়ে ঔষধ কোম্পানিতে অন্যায় ভাবে ছাঁটাই, বদলী, হয়রানী, নজরদারি, মাইনে বন্ধ, আর্থিক বৈষম্য ইত্যাদি বেড়েই চলেছে। আর অন্যদিকে ঘুর পথে বেড়েই চলেছে সমস্ত ঔষুধের দাম। স্বাস্থ্য ব্যবস্থার বেসরকারিকরনের নামে সর্বসান্ত হতে হচ্ছে সাধারণ মানুষকে। ঔষধ ও স্বাস্থ্য সরঞ্জাম থেকে জি এস টি প্রত্যাহারের দাবি জানানোও হয়েছে সংগঠনের তরফে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন