নিজস্ব সংবাদদাতা: গুড়াপে দুর্গাপুর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের।
হুগলি জেলা গ্রামীণ পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে কলকাতার দিক থেকে একটি প্রাইভেট কার বর্ধমানের দিকে যাচ্ছিল। গাড়িতে চালক সহ এক দম্পতি ছিলেন। গুরাপ থানার মাঝিনান এলাকায় প্রাইভেট গাড়িটি একটি লরির পিছনে গিয়ে ধাক্কা মারে। তারপরেই পিছন থেকে আরেকটি লরি সেই প্রাইভেট গাড়িটিকে গিয়ে চেপে দেয়। দুমরে মুচরে যায় প্রাইভেট গাড়িটি। ঘটনার পরেই ছুটে আছে গুড়ার থানার পুলিশ।
গ্যাস কাটার দিয়ে গাড়িটির একাধিক অংশ কেটে গাড়ি থেকে তিনজনকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে বর্ধমান মেডিকেল হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানে তিনজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসরা।