নিজস্ব সংবাদদাতা: ২০২৪ সালের আগে নতুন রূপে বন্ধু মহল কল্যাণ কমিটি, এই বন্ধুমহল কল্যাণ কমিটি বরাবরই মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন।
এই সংগঠনের সভাপতি বাবলু সামন্তর দাবি প্রায় ৮৮ হাজার মানুষ এই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে এমনটা নয়। ৮৮ হাজার মানুষ এই সংস্থা থেকে উপকৃত হয়েছে। ৩১ এরও বেশি ফ্যাক্টরির সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। সেই সকল কারখানা ফ্যাক্টরিতে কাজ করে এই ৮৮ হাজার শ্রমিক।
এবার তাদের নিয়ে নতুন পরিকল্পনা, নতুন ভাবনা শুরু করতে চলেছে বন্ধু মহল কল্যাণ কমিটি ও তার সভাপতি বাবলু সামন্ত। প্রায় ৪০ রকম এবং তার থেকেও বেশি ধরণের ক্ষুদ্র শিল্প ও হস্তশিল্পের প্রশিক্ষণ দেবেন তারা এবং সেখান থেকেই আর্থিক ভাবে উপকৃত হবে সাধারণ মানুষ। এছাড়াও সদস্যদের জন্য একটি রক্ষা কবজ কার্ড চালু করতে চলেছে সংগঠন। সেই কার্ডের দ্বারা উপকৃত হবেন সকল মানুষ। যারা এই সংস্থার সাথে জড়িত তারা সকলেই। এছাড়াও যদি কোন সাধারণ মানুষ এই রক্ষা কবজ কার্ড করতে চায় তাহলে তারাও এই কার্ডের সুবিধা নিতে পারবেন।
👍👍👍👍👍👍
উত্তরমুছুন