নিজস্ব সংবাদদাতা: হুগলীর দাদপুর এলাকার ইচপুর বাঁধ এলাকার অঙ্গনওয়াড়ি সেন্টারের বেহাল দশা। ঘর থেকে বারান্দার কোথায় টিন নেই, কোথাও টিন ফুটো হয়ে দেখা যাচ্ছে আকাশ।
দুবছর ধরে এই ভাবে চলছে অঙ্গনওয়াড়ি স্কুলটি। বহুবার প্রশাসনকে জানিয়ে মেলেনি সুরাহা দাবি কর্মীদের৷ রান্না করতে যেতে হয় পাশের একটি বাড়িতে। কারন বারান্দায় যেখানে রান্না হয়।
তার উপরেরও চালের অবস্থা খারাপ। যখন তখন খসে পড়ছে টিনের টুকরো।